সভাপতি মহোদয়ের বাণী

আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।  যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ  তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক।

আড়াইহাজার উপজেলা একটি ক্ষুদ্র শিল্প সমৃদ্ধ অঞ্চল হওয়া সত্ত্বেও বর্তমান নারী সমাজ ধর্মীয় গোঁড়ামীর অনুশাসনে অবরুদ্ধ থেকে শিক্ষার আলো হতে বঞ্চিত ছিল দীর্ঘদিন। তবে সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা  ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। আর সে পরিবর্তনের ধারায় কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির  উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রী কলেজ’’। আমার শ্রদ্ধাভাজন পিতা  বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব মোঃ রোকনউদ্দিন মোল্লা এককভাবে এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন  ।

এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ  ব্যক্তিবর্গ, গর্ভনিংবডির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন।

এ প্রতিষ্ঠান আপনাদের  কোমলমতি  সন্তানদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে পুথিঁগত বিদ্যার পাশাপাশি খেলাধূলা, শিক্ষা সফর ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ গ্রহণের মাধ্যম্যে সর্বোচ্চ মেধা বিকাশে অঙ্গিকারাবদ্ধ ।

কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ করার পরপরই কলেজে মনোরম একটি একাডেমিক ভবন, বাউন্ডারী ওয়াল ও গেইট নির্মান করা, ডিগ্রী ভবন মেরামত করা, ছাত্রীদের ক্যান্টিন এবং একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে দুটি ছাত্রী বাস ক্রয় করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায়  কলেজটি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।

পরিশেষে আপনাদের কাছে আমার একটিই প্রত্যাশা,কলেজটি একটি সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্ত পরিবেশে প্রতিষ্ঠিত। এখানাকার প্রকৃতি ও পরিবেশ আমাদের একান্ত আপন। ভাল ফলাফলের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও দক্ষতার সাথে পরিচালনায় আমি বদ্ধপরিকর। তাই আপনার সন্তানের  মানসম্মত  সুশিক্ষার   জন্য অত্র প্রতিষ্ঠানে ভর্তি করুন। আপনার সঠিক সিদ্ধান্তই সন্তানের জীবনে বয়ে আনতে পারে সর্বোচ্চ সাফল্য।

 

 

শুভেচ্ছান্তে

(আবু নাঈম মোঃ কুতুবউদ্দিন মোল্লা)

সভাপতি

রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রী কলেজ

আড়াইহাজার, নারায়ণগঞ্জ।